রাজ্যে দুঃশাসনের অবসান ঘটাতে যোগ্য জবাব দেবে জনতা। তাই জনতা যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে যোগ্য রায় ঘোষণা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে তার জন্য ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে মানুষের ঘরে ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মেলারমাঠ স্থিত ডঃ বি আর আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুধন দাস।
তিনি জানান,গত ২ এপ্রিল এক সমাবেশের মধ্য দিয়ে বি জে পি এবং আই পি এফ টি জোট সরকারের বিরুদ্ধে আগরতলা ১৬ দফা দাখিল করা হয়েছিল। তারপর ৮ মাস অতিক্রান্ত হয়ে গেলেও কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বরং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের উপর আক্রমণ বাড়ছে। গোটা দেশে মহিলাদের উপর ৪৫ শতাংশ আক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ১০ জন দলিত মহিলা ধর্ষণের শিকার হচ্ছে। ৮৫ শতাংশ মানুষ ভূমিহীন। এখন পর্যন্ত ৬ জন খুন হয়েছে। একইভাবে রাজ্যে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অংশের মানুষের উপর আক্রমণ বেড়েছে। আসামী গ্রেফতার নেই। তাদের বাঁচার অধিকারের উপর পর্যন্ত প্রভাব ফেলছে তারা।