প্রদেশ বিজেপির প্রভারি হিসাবে দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথম বারের মতো রাজ্যে এলেন প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মা। এইদিন মহেশ শর্মার সাথে রাজ্যে আসেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এইদিন এমবিবি বিমান বন্দরে প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মাকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণধন দাস, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রীতি মতো এমবিবি বিমান বন্দরে ফুলের পাপড়ি ছিটিয়ে, ঢাক ঢোল বাজিয়ে এইদিন প্রদেশ বিজেপি প্রভারিকে রাজ্যে স্বাগত জানানো হয়।