রাজ্যের যুবদের সঙ্গে নিয়ে তাঁদের সাথে মিলে নতুন ত্রিপুরা বানানোর সংকল্প নেব। রাজ্যে পা রেখেই এমন্তব্য করলেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। দুদিনের সফরে বুধবার সকালে রাজ্যে আসেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বনিক, কিশোর কুমার দাস সহ অনান্যরা। বিমানবন্দরে পা রেখেন আবেগপ্রবন হয়ে পড়েন তেজস্বি। আজ এবং আগামীকাল একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।