রাজ্যে আসলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এমবিবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর জী এবং উপরাষ্ট্রপতি জায়া শ্রীমতি সুদেশ ধনকর মহোদয়াকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে স্বাগত জানাতে পেরে আমি খুবই আনন্দিত । ওনাদের এই রাজ্য সফর ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের নিদর্শন হয়ে থাকবে বলে আমি মনে করি।