“বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা প্রত্যেক বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেবেন, কিন্তু এখনও পর্যন্ত ৪৪ শতাংশ পরিবার পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তাদের টার্গেট ছিল ৪০০ কিমি পাকা রাস্তা কিন্তু তারা করেছে ৭৭.৫৬৩ কিমি রাস্তা, যেটা ২০ শতাংশের কম। জনজাতি এলাকায় ৭০ শতাংশ পরিবারের কাছে গ্যাসের সুবিধা নেই। ত্রিপুরা রাজ্যের মানুষ জানে যে বিজেপি তাদের কিভাবে মিথ্যে কথা বলেছে।” সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই আক্রমণ করলেন সাংসদ সুস্মিতা দেব।