রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আশা কর্মীদের এক অনস্বীকার্য ভূমিকা রয়েছে। শিশু থেকে শুরু করে শিশুর মায়ের যত্নে কোন ত্রুটি রয়েছে কিনা সেই দিকগুলো খোজ বিচার করে দেখেন আশা কর্মীরা। আজ এই আশা কর্মীদের নিয়েই এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। রবীন্দ্রভবনে আশা ফেসিলিটেটরদের নিয়ে এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিনের সাংগঠনিক সভায় আশা কর্মীদের গুরুত্ব সবিস্তারে তুলে ধরেন প্রতিমা তিনি। তাঁদের প্রশংসাই এ দিন পঞ্চমুখ হতে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে। এই আশা কর্মীদেরও সুযোগ-সুবিধা পাইয়ে দেবার জন্য রাজ্য সরকারের যথেষ্ট তৎপর হয়েছে। আগামী দিনেও আশা কর্মীদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন রাজ্য সরকার। জানিয়েছেন মন্ত্রী প্রতিমা ভৌমিক