আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরার যে স্লোগান দেওয়া হচ্ছে তার গুরুত্ব ও মাহাত্ম্য বুঝতে হবে সকলকে। জনগণ শক্তিশালী হলে সরকার শক্তিশালী হবে। এই চিন্তা ভাবনাকে মাথায় রেখে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। অর্থনৈতিকভাবে জনগণ শক্তিশালী হলে রাজ্য সরকার আত্মনির্ভর হবে। তাহলে আর দিল্লি থেকে অর্থ আনতে হবে না। বৃহস্পতিবার কমলা সাগর বিধানসভা কেন্দ্রের সেকেরকোট কৃষি উপবিজাকারের পাশে কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা