রাজ্যের কৃষি ক্ষেত্রের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। এর ফলে একদিকে যেমন বাড়ছে কৃষকদের আয়, অন্যদিকে শক্তিশালি হচ্ছে সামগ্রিক কৃষি ব্যবস্থা। মান্দাইয়ে নবনির্মিত কৃষক জ্ঞানার্জন কেন্দ্র এবং ১০০০ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন চালের গুদাম উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, এই নতুন সুবিধা যুক্ত হওয়ায় উন্নতমানের কৃষি পরিষেবা গ্রহণে বিশেষভাবে উপকৃত হবে এই অঞ্চলের কৃষকগণ।