বেশি শক্তও হবোনা, আবার বেশি নরমও হবো না। মধ্যবর্তী অবস্হান নিয়ে চলবো। প্রয়োজনে শক্ত হবো। আবার প্রয়োজন পড়লে নরম হবো। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ড়: মানিক সাহা। বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা খুবই ভালো। তাই তো থানায় কালীপুজো হচ্ছে।