রাজবাড়ীর রাজন্য আমল থেকে চালু ঐতিহ্যবাহী কের পূজায় প্রথমবারের মতো অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। পূজার আনুষ্ঠানিকতায় তিনি পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পূজার পুরোহিতের মতে, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর কের পূজায় অংশগ্রহণ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।