মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম দুদিনের সফরে রাজ্যে এসেছেন। রাজ্যে এসে অতিথিশালায় প্রথম পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন। পরে মুখ্য নির্বাচনী আধিকারিকসহ নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত স্তরের আধিকারিকের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরবর্তী সময়ে আটটি জেলার ডিএম, এসপিদের সাথে বৈঠক করেন।