রাজধানী আগরতলার সার্বিক উন্নয়নের অন্যতম সাফল্যের মুকুট হতে চলেছে হাওরা নদীর সৌর্ন্দযায়ন, আগরতলা স্মার্ট সিটির অধীন হাওরা রিভার Development প্রজেক্টের মাধ্যমে ৷ হাওরা নদীর দুই পাড়কে সুন্দর করে তোলার কাজ চলছে দ্রুত গতিতে ৷ এতে খরচ হবে এক কোটি টাকা ৷ মূলত হাওরা নদীর দুই পাড়কে সুরক্ষিত করা,জলের সংস্কার রাস্তা নির্মান, সাইডলিংয়ের ব্যাবস্থা করা, হাটার জন্য রাস্তা,ফুলের বাগান,লাইটিং বসানোর জায়গা ইত্যাদি রয়েছে এই প্রকল্পে ৷ ১.২ কিমি জায়গা জুড়ে হচ্ছে এই প্রকল্পের কাজ যা আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে ৷ পাশাপাশি রাস্তা তৈরি হওয়ার সময় বাঁধের উপর দিয়ে কোনো গাড়ি যাতায়তের ব্যাবস্থা থাকবেনা,নীচের রাস্তা দিয়ে চলবে সব গাড়ি ৷ বুধবার প্রকল্প পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, সাথে ছিলেন স্মার্ট সিটি প্রজেক্টের প্রধান ডঃ শৈলেস কুমার, কর্পোরেটর অদিতি ভট্টাচার্য্য সহ অন্যান্যরা ৷