রাজ্যের ব্যস্ততম রোড গুলিতে প্রতিনিয়তই দেখা যায় যে যানজটের কারনে প্রত্যেকের জীবন শৈলিতে অনেকটাই দেড়ির সম্মুখীন হতে হয় ৷
এবারে রাজধানী আগরতলার যানজট মুক্ত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের কর্তৃপক্ষ এবং গোটা বিষয়টিকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মেয়র দীপক মজুমদার ৷
আজকের দিনে অর্থাৎ শুক্রবার দেখা যায় যে, আগরতলার ইন্দ্রনগর থেকে ITI যে রোড টি রয়েছে, সেই রোডে আজ সকাল থেকে চলল বুলডোজার!
বিস্তারিত, রাজধানীকে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ ৷ সম্প্রতি পুর নিগমের এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, মেয়র দীপক মজুমদার ৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সাজ সকালে ইন্দ্রনগর থেকে আইটিআই রোড পর্যন্ত চলল বুলডোজার ৷ বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল সরকারি সম্পত্তির উপর নির্মিত সমস্ত দোকপাট ৷ নিগমের এই কার্যকর্ম নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ সংশ্লিষ্ট ক্ষুদ্ধ জনগনের অভিযোগ নোটিশ দেওয়া হলেও সরকারি জমির উপর নির্মিত দোকাগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় দেওয়া হয়নি ৷
এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা ৷