‘রক্তদান জীবন দান,রক্ত দিয়ে প্রান বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে বিদেহী চতুর্থ মোহন্ত মহারাজ ভবতোষ বন্দোপাধ্যায়ের তিরধান দিবস উপলক্ষ্যে রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এদিন শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়,রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল দে সহ আরো অনেকেই ৷