রাজ্যে বিজেপি থাকা মানে অপশাসন, কুশাসন। বিজেপিকে পরাস্ত করতে সকল রাজ্যবাসী চাইছে। এটাকে বাস্তবায়িত করতে এগিয়ে চলেছে সিপিআইএম। রবিবার রাজধানীতে সুবিশাল রেলীতে অংশ নিয়ে এমন মন্তব্য সিপিএমের এক রাজ্যস্তরীয় নেতার। হাতে গোনা মাত্র আর কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনে। নির্বাচনের আগে প্রচারে সব রাজনৈতিক দল। রবিবার সকালে রাজধানীতে সুবিশাল বাইক রেলী করল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি।