শুক্রবার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত রতনপুর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় বিজেপির জনজাতি কার্যকর্তা সম্মেলন। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, নারী নেত্রী পাপিয়া দত্ত প্রমুখ।সভায় ভাষন রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি নাম না করে সরাসরি প্রদ্যেত কিশোরকে আক্রমণ করেন। বলেন, কিছু মানুষ রাজা-রাজা- করছে। তিনি কিসের রাজা? রাজতন্ত্র শেষ হয়ে গেছে বহু আগে। এখন আবার কিসের রাজা। এই সুযোগ নিয়ে জনজাতিদের বিভ্রান্ত করছে। কিসের গ্রেটার তিপ্রা ল্যান্ড? গ্রেটার তিপ্রা ল্যান্ড কি, সেটা রাজ্যের জনজাতিরা কি জানে? এই সভায় তিপ্রা মথা, সিপিএম ,কংগ্রেস এবং আইপিএফ টি দল ছেড়ে বেশ কিছু ভোটার বিজেপি দলে যোগদান করে। তাদের দলে বরণ করে নেন বিজেপি সভাপতি।