রাজকুমারের গুন্ডাগিরি ! ধ্বংসের কাগারে চরিলাম
ক্ষমতা হাতে পেলেই অপব্যবহার করছে কিছু উঠতি বয়ষের নামধারী নেতা ৷ এবার এমনি অভিযোগ চরিলাম বিধানসভার বিজেপি দলের মন্ডল প্রেসিডেন্টের বিরুদ্ধে ৷ তার গুন্ডামিতে নাকি অতিষ্ঠ হয়ে পড়েছেন খোদ দলের অন্যান্য কর্মীরাই ৷ এমন কি গোটা চরিলাম বিধানসভা কেন্দ্রের ধ্বংসের সম্পূর্ণ দায়ভার সেই মন্ডল প্রেসিডেন্ট ৷
চরিলাম বিধানসভার মন্ডল প্রেসিডেন্ট হিসবে দায়িত্ব দেওয়া হয়েছিল রাজকুমার দেবনাথকে ৷ ক্ষমতা হাতে পেয়েই যাচ্ছে তা কান্ড চালাচ্ছে সে ৷ চারিদিকে কান পাতলে রাজকুমার দেবনাথের নামে শোনা যাচ্ছে শুধুই নালিশ ৷
শনিবার লালসিং মুড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচিত প্রতিনিধিদের ভোট দান প্রক্রিয়া চলাকালিন এই মন্ডল প্রেসিডেন্টের কুকর্মের পর্দা ফাশ করলেন খোদ পঞ্চায়েত প্রধান ৷ সরকারের নির্দেশ অনুযায়ী সৎ পথে কাজ করতে চাইলে পঞ্চায়েত প্রধানকে বাঁধা দিচ্ছে মন্ডল প্রেসিডেন্ট রাজকুমার সহ তাঁর সাঙ্গ পাঙ্গরা ৷ শুধু তাই নয় রাত বিরেতে নেশাগ্রস্থ অবস্থায় মহিলার বাড়িতে ঢুকে তাঁকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছে ৷ ইস্তফা দেওয়ার জন্য ও চাপ সৃষ্টি করা হচ্ছে ৷
পঞ্চায়েত প্রধানের বক্তব্য এই মন্ডল প্রেসিডেন্টের দৌলতেই ধ্বংস হয়ে যাচ্ছে গোটা চরিলাম বিধানসভা ৷ খবর প্রকাশিত হওয়ার পর মন্ডল প্রেসিডেন্ট রাজকুমার দেবনাথের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয় ৷