বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন উপলক্ষ্যে ত্রিপুরা আর্ট সোসাইটি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আর্থ কি ফাউন্ডেশন এর সহযোগিতায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রবিবার সকাল ১১ ঘটিকায় ‘আঁকার উৎসব ও আঁকা প্রতিযোগিতা’র আয়োজন করা হয় ৷
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়াপার্সন প্রদ্যোত দে সরকার, ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস, ত্রিপুরা আর্ট সোসাইটি ধর্মনগর মহকুমা কমিটির সভাপতি সুব্রত দেব প্রমুখ ৷
এদিন এক অভিনব পদ্ধতিতে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরে প্রতিকৃতি কলাজের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়৷ রবীঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান,পুস্পার্ঘ্য প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন ৷
এদিন অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ নিয়ে মূল্যবাণ বক্তব্য রাখেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ৷