মেগা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী
৪ঠা জুন রবিবার সকালে আগরতলা কলেজটিলা স্থিত বিবেকানন্দ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাটার্য্য সহ কাব্লের সকল সদস্য ও আরো অন্যান্যরা ৷ এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য প্রদান এবং প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে উক্ত শিবিরের শুভ সূচনা করা হয় ৷
এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন ৷
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, ‘সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছায় রক্তদানে আরো এগিয়ে আসা প্রয়োজন ৷ রাজ্যে প্রতিদিন রক্তের যে পরিমান চাহিদা রয়েছে তার তুলনায় যোগান কম ৷ একমাত্র স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই সেই ঘাটতি পূরণ সম্ভব ৷ তিনি আরো বলেন, স্বামী জী মানব ধর্ম পালনের কথা বলেছেন, রক্তদান হচ্ছে সেই মানব ধর্ম পালনের একটি দৃষ্টান্ত ৷
এদিন উক্ত শিবিরে প্রায় ৮০ জনেরও বেশি রক্তদাতা উৎসাহের সহিত স্বেচ্ছায় রক্তদান করেন ৷