রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর আড়াইটা নাগাদ প্রধানমন্ত্রীর বিশেষ বিমান অবতরণ করবে আগরতলা বিমানবন্দরে। বিমানবন্দরেই হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বিধায়কদের সাথেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। এরপর স্বামী বিবেকানন্দ ময়দানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একের পর এক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।