রবিবার দুপুরে রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলার মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। বিমানবন্দর থেকে সোজা তিনি চলে যান রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।