৫ জানুয়ারি রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন তিনি রাজ্যের দুই প্রান্ত ধর্মনগর এবং সাব্রুম থেকে দুটি জন বিশ্বাস যাত্রার সূচনা করবেন। দুই জায়গাতেই করবেন জনসভা। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। সাব্রুমে জনসভা অনুষ্ঠিত হবে সাব্রুম মাইকেল মধু সুদূন দত্ত কলেজ মাঠে। ইতিমধ্যে সভাস্থল ঘুরে দেখেছেন অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসাররা। বিধায়ক শঙ্কর রায় জানিয়েছেন, আগামীকাল কমকরে ৫০ হাজার লোকের সমাগম ঘটবে অমিত শাহের রথ যাএার সূচনাতে।