“দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ,
ধন্য হবে জনম তোমার, মহৎ তোমার দান”
রক্তদান একটি নিঃস্বার্থ কাজ যা একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে ৷ তাই রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে প্রতিদিনই রক্তদান কর্মসূচী পালিত হচ্ছে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় !
১৩ই এপ্রিল বৃহস্পতিবার সকালে, ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি, টিএমসিএর লেকচার হলে সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডঃ বিআরএএম টিচিং হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ কর্মচারি সংঘ আয়োজিত একটি রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা ৷
পরে তিনি একটি সম্বর্ধনার মাধ্যমে রক্তদানকারী ও আয়োজকদের এই মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন জানান ৷