রক্তের সংকট মোচনে বিশেষ উদ্যোগ ধর্মনগর জেলা হাসপাতালের ৷
১৮ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় ধর্মনগর জেলা হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরেই একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ৷
এদিন সকালে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুনাভ চক্রবর্তী,জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ৷ এদিন অগনিত রক্তদাতা উক্ত রক্তদান শিবিরে রক্তদান করেন ৷ দেখা যায় উপযুক্ত রক্ত না থাকার কারনে অনেক রোগীর বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হয় । তাই জরুরী অবস্থায় রক্তের সংকট মেটানোর জন্যই এই উদ্যোগ নিলো ধর্মনগর জেলা হাসপাতাল।