আমি অত্যন্ত খুশি যে আমার আবেদনে সাড়া দিয়ে, রাজ্য জুড়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং সংগঠন। রক্তদান মানে জীবন দান, রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদান একমাত্র বিকল্প। রাজধানীর টিআরটিসি কমপ্লেক্সে বিলোনীয়া টুগেদারনেস্ আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।