রক্তদান মহৎ দান। ত্রিপুরা রাজ্যে উৎসবের মেজাজে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রক্তদান উৎসব হছে। একমাত্র রক্তদান হচ্ছে এমন একটি উৎসব সেখানে কেউ জানতে পারেন না কার রক্ত কার শরীরে পাচ্ছেন। অর্থাৎ রক্তদাতা এবং রক্তগ্রহীতা কেউ কাউকে জানেন না। রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে একটি রক্তের সম্পর্ক তৈরি হয় রক্তদানের মাধ্যমে।ইঞ্জিনিয়ায় দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন মেয়র দীপক মজুমদার।