রক্তদানের মহান দানে গড়ে উঠুক ভেদাভেদহীন রক্তের সম্পর্ক।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রাজ্যের হাসপাতাল গুলোতে রক্তের যোগানে মিটছে সংকট। রাজ্যজুড়ে রক্তদান এক বিশেষ জনজাগরনে পরিনত হয়েছে। আগরতলা পৌরনিগম, নর্থ জোনাল আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।