রক্তদানের চাইতে মহৎ দান কিছুই নেই, আপনাদের দান করা রক্তে জীবন ফিরে পেতে পারে বহু মুমূর্ষু রোগী। রামকৃষ্ণ মঠ ও মিশন, বিবেকনগরের স্বামী শুভকরানন্দ মহারাজের উপস্থিতিতে আই.এম.এ- টি এস বির সহযোগিতায় রোটারেক্ট ক্লাব, আগরতলা সেন্ট্রাল দ্বারা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।