নির্বাচন আসবে যাবে, কিন্তু যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে সে কাজ সুনিপুণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন কথা অনুযায়ী কাজ করেন সেই দিশায় রাজ্য সরকারও কাজ করে চলেছে প্রতিনিয়ত। প্রধানমন্ত্রীর দেখানো সেই পথকে পাথেয় করেই রাজ্য সরকারও যা বলেছে তাই করেছে। বিভিন্নভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রত্যেকের সমস্যা সমাধান করার লক্ষ্যেই কাজ করছি আমরা। রবিবার সুশাসন দিবস উদযাপন এবং প্রতিঘরে সুশাসন অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
গত ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘প্রতি ঘরে সুশাসন’ অভিযান শুরু করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ‘প্রতি ঘরে সুশাসন’ অভিযানের সমাপ্তি হয়।
এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে.কে সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।