রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী_ভবনে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে যুব সংবাদ ইন্ডিয়া@২০৪৭ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুরাগ ঠাকুর সহ উপস্থিত অনান্য সদস্যরা । দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সের যুবক-যুবতীদেরকে ২০৪৭ সালের মধ্যে দক্ষ মানব সম্পদ হিসেবে গঠন করতে দেশের প্রতিটি জেলায় নেহেরু যুব কেন্দ্রগুলির উদ্যোগে এ ধরনের যুব উৎসবের আয়োজন করা হচ্ছে।