যুবরাজনগরের শ্রীপুরে শ্রী শ্রী জ্ঞান মন্দির সেবা সংস্থার উদ্যোগে গুরুজীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ৷৷
উত্তরজেলার শ্রীপুরে শ্রী শ্রী জ্ঞান মন্দির সেবা সংস্থার মানবিক প্রয়াস— স্বেচ্ছায় রক্তদান শিবির ৷
শনিবার গুরুজীর শুভ জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী জ্ঞান মন্দিরে উক্ত শিবিরের আয়োজন করা হয় ৷
এদিন সকাল থেকে সেবা সংস্থার কর্মকর্তা প্রতিনিধিদের ব্যস্থতা ও তৎপরতা বিশেষভাবে চোখে পড়ে ৷ নেওয়া হয় আরো কিছু সেবা মূলক কর্মসূচী ৷ মূলত এই জ্ঞান মন্দিরের প্রধান কাজ হচ্ছে বিণামূল্যে এলাকার দুস্থদের সাহায্য, শিক্ষা, চিকিৎসা এবং সেবা প্রদান করা ৷
এদিন রক্তদাতাদের ও অনুরাগীদের আপ্যায়িত করা হয় ৷ মোট ৬০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন ৷ বিভিন্ন প্রান্তের অসংখ্য তরুণ যুবা এদিন আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করার লক্ষ্যে স্বেচ্ছায় এগিয়ে আসেন ৷ রক্ত সংগ্রহ ও রক্ত সংরক্ষণের উদ্দেশ্যে উত্তর জেলা হাসপাতাল থেকে স্বাস্থ্য বিভাগের টিম ও গাড়ি এসে পৌঁছয় ৷ শিবির শুরুর প্রাক্কালে এমন শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে ৷
জানা গিয়েছে, বছরের বিভিন্ন সময়ে এই সেবা সংস্থা এলাকার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির, চিকিৎসা শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ, সাফাই অভিযান প্রভৃতি সেবামূলক কর্মসূচী গ্রহণ করে থাকেন ৷ গুরুজীর আদর্শকে সামনে রেখে ভক্ত ও সেবা দলের কর্মীরা এভাবেই সমাজ সেবার কাজে নিজেদের সমর্পণ করেছেন বলে জানান সেবা সংস্থার কর্মীবৃন্দরা ৷