ম্বুবাচী, বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব, রজঃউৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী তিথি শুরু হয়েছে রবিবার ২২ জুন অর্থাৎ ৭ আষাঢ় দুপুর ২/৫৭ মিনিটে এবং ২৫ জুন অর্থাৎ ১০ আষাঢ় রাত ৩/২১ মিনিটে এর সমাপ্তি হবে। অম্বাবুচিকে ঘিরে আগরতলার লক্ষীনারায়ণ বাড়িতে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর যেন অক্ষয় হয় এই ধারণাতেই একে অপরকে শুধু পরিয়ে দিচ্ছে মহিলারা।