স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা দেখে বিরোধীরা হতাশ হয়ে বিভিন্ন রকম অপকৌশল ছড়ানোর চেষ্টা করছে। সোমবার বিশালগড়ে বিজেপি সিপাহীজলা জেলা কার্যালয়ের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মুক্যমন্ত্রী। তিনি বলেন, বামেদের আমলে জেলায় জেলায় চলতো খুন সন্ত্রাসের রাজনীতি। আর একটা দল আছে যার নাম উশৃঙ্খল পার্টি। তাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই। পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, কংগ্রেস এখনো বিশালগড়ে উঁকি ঝুকি দেওয়ার চেষ্টা করে। তাদের দলে গিয়ে কিছু মানুষ বিপথে যাচ্ছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।