মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক!!
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা’র সরকারি বাসভবনে বিজেপির প্রদেশ সভাপতি এবং মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা’র উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সকল সাংগঠনিক জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় ৷
এদিন আয়োজিত বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷
মূলত লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ৷
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কি কি রণকৌশল অবলম্বন করা হবে সে বিষয়ে আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে ৷