কঠোর পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিও বার্তা দিয়ে এদিন ট্যুইট করেছেন মোদি। তিনি বলেছেন, ‘মা আমাদের জন্ম দেন, কিন্তু শিক্ষক আমাদের জীবনদান করেন।’ একই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতেও শ্রদ্ধা জানান মোদি।
মোদি আরও বলেছেন, ‘আমরা ভাল শিক্ষক পেলে, ভাল বৈজ্ঞানিক পেলে, ভাল ডাক্তার পেলে, মনে রাখতে হবে তাঁদের পিছনে ভাল শিক্ষক ছিলেন।’ সারা দেশজুড়ে শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন হয়, কিন্তু ভারতে রাধাকৃষ্ণণের জন্মদিনেই শিক্ষক দিবস পালন হয়।