বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষীকি ভবনে রাজ্য আয়ুষ মিশন দ্বারা আয়োজিত মা ও শিশু হমিওপ্যাথি স্বাস্থ্য পরিষেবার উপর আয়ুষ হেল্থ অফিসারদের নিয়ে রাজ্য ভিত্তিক অরিয়েন্টেশন কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক ৷ মুখ্যমন্ত্রীর আহ্বানেই এই কর্মসূচীর আয়োজন করা হয় ৷ পাশাপাশি নরেন্দ্র মোদীর আয়ুষ পরিষেবা নিয়ে উন্নতর ভাবনার বিষয়টিও তীরে তোলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রখ্যাত হমিওপ্যাথি চিকিৎসক ডঃ দেবব্রত ভারতীকে ‘লাইফ টাইম এচিভমেন্ট’ পুরুস্কারে ভূষিত করেন মুখ্যমন্ত্রী ৷ হমিওপ্যাথি চিকিৎসক ডঃ দেবব্রত ভারতী জানান, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত ৷ তাছাড়াও এদিন, রাজ্যের মানুষের কাছে হমিওপ্যাথি চিকিৎসা পৌঁছে দিতে যারা বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷