মানিক সাহা ও বিপ্লব কুমার দেবের সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে চলেছে। বিজেপি শাসনে হাইওয়ে, ইন্টারনেট, রোডওয়েজ এবং এয়ারওয়েজ অর্থাৎ এক কথায় হীরা পেয়েছে ত্রিপুরা। কমিউনিস্ট শাসনকালে সবকিছুতেই পিছিয়ে ছিল ত্রিপুরা কিন্তু বর্তমান বিজেপি সরকারের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই ত্রিপুরা সমৃদ্ধ হয়ে উঠেছে। বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি আরও বলেন কমিউনিস্ট শাসনে ভ্রষ্টাচার, চাঁদাবাজি, তোলাবাজি চলত ; রাজনৈতিক খুন, বলাৎকারের মত ঘটনা ঘটতো। সবকিছুই চলত শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে। ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটিও রাজনৈতিক খুন হয়নি রাজ্যে। বর্তমানে ত্রিপুরার সুশাসন চলছে বিজেপি সরকারের নেতৃত্বে। বর্তমান বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলেছে। এই সরকার শাসনে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়ন হয়েছে।