রবিবার ইশা ফাউন্ডেশন এর উদ্যোগে আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে “মাটি সংরক্ষণ করুন, দেশ গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে এক রেলির আয়োজন করা হয়। এই ফাউন্ডেশনের এক সদস্য জানিয়েছেন, আমাদের রাজ্যে দিনকে দিন মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। যার প্রভাব সরাসরি পড়ছে কৃষিযোগ ফসলের উপর যা আগামী দিনে খাদ্যাভাবের আভাস বহন করছে বলেও উনি দাবি করেন। মাটিতে কোনরকম রাসায়নিক পদার্থ ব্যবহার থেকে বঞ্চিত থেকে বরং জৈব সারের ব্যবহারের দিকে যদি গরুর তারক করা যায় তবে মাটির গুণগত মান ভালো থাকবে। সরকার মহল যেন এই দিকটির দিকে নজর দেন সেই প্রত্যাশা রেখে এদিনের এই রেলির আয়োজন বলে জানান তিনি।