মহারাজা বির বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে এক রক্তদান শিবির আয়োজন করেন উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন, মন্ত্রী রণজিৎ সিংহ রায়, সংসদ রাজিব ভট্টাচার্য, সমাজসেবী বিপিন দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাস বিশাল কুমার সহ অন্যরা।