আগামী ১৬ ডিসেম্বর আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ। তিনি আরও জানান শুক্রবার সকাল ৮ টায় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ৮ টা ১০ মিনিটে বানী পাঠ করা হবে। সকাল ৯ টায় জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। তারপর সকলে চলে যাবে এলবার্ট এক্কা পার্কে। সেখানে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ৯ টা ৫ মিনিটে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে। পরে ১০ টা ৭ মিনিটে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ১১ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।