হাতে আর মাত্র একদিন। তারপরেই বড়দিন। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মরিয়ম নগর চার্চ। উৎসবকে ঘিরে মরিয়মনগর গির্জায় চলছে জোর প্রস্তুতি। সেই প্রস্তুতি খাতিয়ে দেখতে শুক্রবার মরিয়মনগর গেলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মরিয়মনগরে ব্যাপক ভীড় হয়। গত দুই বছর কোভিডের কারণে উৎসবে ভাটা ছিল। এবার প্রচুর ভীড় হবে বলে মনে করা হচ্ছে।