মন্দির নগরী উদয়পুরে আবারও চুরি ঘটনা ।
মন্দির নগরী উদয়পুর গকুলপুর শাস্ত্রীজী সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল পেশায় একজন শিক্ষক তিনি দুই মেয়ে কে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গেছেন । ক্যান্সারে আক্রান্ত স্ত্রী প্রভা দাশ পাল বাড়িতে একা ছিলেন । বুধবার প্রভা দাশ পালের শারীরিক অসুস্থতা বোধ করায় সন্ধ্যা রাতে ঘরে একা ঘুমিয়ে পড়েন । বূহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা , আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো । ঘরের আলমারি খুলে তিন থেকে চার বড়ি স্বর্ণের জিনিস স্বামীর চিকিৎসার জন্য প্রায় ৬০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে রাখা সহ সমস্ত মূল্য বান জিনিস নিয়ে গেছে চুরের দল । বূহস্পতিবার সকালে এ দূশ্য প্রভা দাশ পাল দেখে রাধাকিশোরপুর থানায় খবর দেন।