বৃহস্পতিবার সদর জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমার উপস্থিতিতে মেধাবী দিব্যাং শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তিন বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, দিব্যাং শিশু এবং ব্যক্তিরাও সমাজের সমান অংশ।
তিনি আরও যোগ করেছেন, “এক-ত্রিপুরা-শ্রেষ্ঠ-ত্রিপুরার মূলমন্ত্রের দিকে অগ্রসর হয়ে, সরকার এবং এর প্রশাসন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাবে”।