পরিবেশ ও মনে আচার আচরণে একটি সবুজ চিন্তার প্রত্যোয় নিয়ে কাজ করে চলছেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর এর বিধায়ক বিশ্ববন্ধু সেন ৷ ধর্মনগরবাসীর সাথে তাঁর সম্পর্ক শ্রদ্ধা,ভালবাসা ও বন্ধুর মতো ৷
আর আজ (রবিবার) এক অভিনব পদ্ধতিতে তাঁকে সম্মান প্রদর্শন করেন ধর্মনগর চন্দ্রনাথ লেন স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়(ধর্মনগর শাখা)-এর বি.কে বেহেন জি সহ প্রতিষ্ঠানের অন্যান্য বোনেরা ৷ এদিন অভূতপূর্ব শ্রদ্ধা ও সম্মানের সহিত ঈশ্বরের কাছে অধ্যক্ষের দীর্ঘায়ু কামনা করেন প্রতিষ্ঠানের সমবেত বোনেরা ৷