মনিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ইম্ফল থেকে আগরতলা পর্যন্ত একটি অতিরিক্ত বানিজ্যিক বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সামরিক বিমান পরিবহণমন্ত্রক ৷ আজ শনিবার মধ্যরাতে বিমানটি ইম্ফল থেকে আগরতলায় আসবে ৷ এছাড়া ইম্ফল থেকে গৌহাটি পর্ষন্ত আরেকটি বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ ত্রিপুরার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনা এবং সমন্বয় সাধনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ দল আজ মনিপুরে পাঠানো হয়েছে ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷