মঙ্গলবার থেকে ফের চালু হয়েছে দক্ষিন জেলার সাব্রুমের শ্রীনগর-ছাগলনাইয়া সীমান্ত হাট ৷ ১৯১৫ সালের ১৩ই জানুয়ারী চালুর পর ২০২০ সালের ১০ই মার্চ কোভিডের কারনে এই সীমান্ত হাটটি বন্ধ হয়ে যায় ৷ সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সীমান্ত হাট খোলা থাকবে ৷