রাজ্যের সকল অংশের জনগনকে আরও বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং বিচারধারায় উদ্বুদ্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে অর্থাৎ অটল ভবনে অনুষ্ঠিত হয় জেলা মহিলা মোর্চার কার্যকারিনী বৈঠক ৷ এদিন বৈঠকে সভাপতিত্ব করেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুপালী অধিকারী ৷ এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা শুভ্রা সাহা, প্রদেশ মহিলা মোর্চার মিডিয়া ইনচার্জ চামিলি সাহা,জেলা মহিলা মোর্চার প্রভারি প্রতিভা নাথ, জেলা কমিটির সম্পাদক সুমিত দে সহ আরো অন্যান্যরা ৷
এদিন দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচণা করা হয় ৷