মঙ্গলবার দুপুরে, বহুল আকাঙ্খিত আখউড়া আগরতলা রেল লিঙ্ক সরেজমিনে খাতিয়ে দেখার জন্য প্রথমে বাধারঘাট রেল স্টেশন এবং নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করেন কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরো অন্যান্যরা ৷ সেখানে মন্ত্রী কিষান রেড্ডি প্রকল্প সংস্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন ৷ এরপর মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা_আখাউড়া রেলপথে ত্রিপুরা থেকে বাংলাদেশের দিকে প্রবেশের ভারতীয় অংশে সর্বাধুনিক সব সুবিধা যুক্ত
নিশ্চিন্তপুর_রেল_স্টেশন নির্মাণের কাজ যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেটিও পরিদর্শন করেন। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কিছু মূল্যবান নির্দেশনা প্রদান করেন।