পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং সহ বহুতল বানিজ্য ভবনের নির্মাণ কাজ শুরু হবে শুক্রবার। আগামীকাল অর্থাৎ ভূমি পুজো অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহার হাত ধরে ভুমি পুজনের মাধ্যমে শুরু হবে কাজ । আগরতলা শহরকে যানজট মুক্ত করতে একসাথে ২৮০টি ছোট ও মাঝারি মাপের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সেই ভবনে। পাশাপাশি উপরে থাকবে কমার্শিয়াল প্লেস, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল,মাল্টিপ্লেক্স ইত্যাদি। এই বিল্ডিং এর উচ্চতা হবে ৫০ মিটার। যা শুধু রাজ্যের মধ্যেই নয়, গোটা উত্তর পূর্বের মধ্যে সবথেকে উঁচু বিল্ডিং। প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তৈরি হবে এই বিল্ডিং। ৩০ বছরের জন্য লিজে এই জায়গাটি সরকার একটি প্রাইভেট কোম্পানির হাতে দিয়েছে। প্রাথমিক ভাবে ২০০ কোটি টাকা দিয়ে তৈরি হবে এই পার্কিং কমপ্লেক্স ও আধুনিক বানিজ্য ভবন। বৃহস্পতিবার পুরনিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার রত্না দত্ত, পুর কমিশনার ডাঃ শৈলেশ যাদব সহ অন্যান্য আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন।