ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে এক অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার !
ধৃতরা পলাতক
খোয়াই চাম্পাহাওর থানার ১০০ মিটার দূরে পরিত্যাক্ত জায়গা থেকে একটি ভুয়ো নাম্বারের গাড়িতে উদ্ধার ১৩০ কেজি গাঁজা ৷ জানা যায় খোয়াই চাম্পাহাওর থানা সংলগ্ন ভুয়ো নাম্বারের একটি মালবাহী গাড়ি থেকে ১৩০ কেজি গাঁজা সহ একাধিক ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার করে পুলিশ ৷
গাড়ি থেকে ভুয়ো অসমের রেজিস্টার তিনটি নাম্বার প্লেট উদ্ধার করে পুলিশ ৷
অন্যদিকে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ তবে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ অন্যদিকে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানান খোয়াই মহকুমা থানার পুলিশ আধিকারিক প্রশুন কান্তি মজুমদার ৷ পুলিশের ধারনা গাঁজাগুলি পাচার করার সময় টের পেয়ে চালক গাড়ি ফেলে চলে গেছে ৷ তবে ঘটনার তদন্তক্রমে উঠে আসবে গাড়িটি কোথা থেকে কিভাবে গাঁজা পাচার করার চেষ্টা করছে ৷ এর পেছোনে মূলত কারা কারা জড়িত রয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে ৷ তবে এই রহস্যজনক ঘটনায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷